জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ব্র্যাক এর উদ্যোগে বন্যা দুর্গত ২৫০ পরিবারের লোকজন এর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত আলমপুর গ্রামের বন্যা দুর্গত ২৫০ পরিবারের লোকজন এর মধ্যে আজ ২৭ শে জুলাই  জেলা ব্র্যাক এর উদ্যোগে স্থানীয় আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  ত্রাণ  সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময়  উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী ও মহিলা কল্যাণের সভানেত্রী জনাব নাহিদ আফরোজ সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিণী জনাব সারা ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট জনাব মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর জনাব মোঃ মাহফুজুল আলম মাছুম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেটবৃন্দ,রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম রানা, ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন এ কে আজাদ, জেলা ব্র্যাক প্রতিনিধি,
আরএম( ইউপিজি) মোঃ আতাউর রহমান, এলাকা ব্যবস্থাপক জনাব মোঃ কামরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মিজানুর রহমান, বাঁধন কুমার তালুকদার ও অঞ্জন কুমারসহ অন্যান্যরা। উল্লেখ্য – ব্র্যাক থেকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ২৫০ টি পরিবারের মাঝে শুকনা খাবার হিসাবে প্রতিটি পরিবারে চিরা,মুড়ি,চিনি ও খাওয়ার স্যালাইন  বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন