হবিগঞ্জে কলেজছাত্রসহ ডেঙ্গুতে আক্রান্ত ৯

 

হবিগঞ্জে কলেজছাত্রসহ নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রোববার (২৮ জুলাই) দুপুরে ও রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

আক্রান্তরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মকবুল হোসেনের পুত্র আশিক মিয়া (২০), মকছুদ আলীর পুত্র কলেজ ছাত্র জালাল আহমেদ (২০), সদর উপজেলার রতনপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র মাহবুব (১৭), রিচি গ্রামের হিম্মত আলীর পুত্র লিটন মিয়া (১৮), বানিয়াচং উপজেলার গরীবের মহল্লা গ্রামের শেখ তাহির মিয়ার পুত্র বাবুুল মিয়া (২৮), ইকরাম গ্রামের প্রশান্ত অধিকারীর ছেলে প্রতীক অধিকারী (২৪)। অপর দুই জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

তবে হবিগঞ্জে ডেঙ্গুর জন্য শঙ্কার কোন কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব জানান, হবিগঞ্জে যারা ডেঙ্গুতে আক্রান্ত তাদের অধিংকাংশই ঢাকা ফেরত। কেউ ঢাকায় চাকরি করেন, কেউ পড়াশুনা, কেউ বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। এখানে এখন পর্যন্ত ডেঙ্গুর কোন প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে না। তবে এ বিষয়ে তারা সবসময় সতর্ক রয়েছি।

আপনি আরও পড়তে পারেন