আজ থেকে রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

 রাজশাহী ব্যুরো ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না)

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আজ সোমবার (৫ আগস্ট) ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, সকাল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ঈদের পর প্রথম কর্ম দিবস হওয়ায় সোমবার টিকিট প্রত্যাশীদের ভিড় কম বলেও উল্লেখ করেন এ রেল কর্মকর্তা। তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। এজন্য টিকিট প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে রাখতে হবে। আগাম টিকিট কোনোভাবেই ফেরত নেওয়া হবে না। ৫ আগস্ট ১৪ আগস্টে, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট দেওয়া হবে। রাজশাহী রেলওয়ে স্টেশনের মোট ছয়টি কাউন্টারের মাধ্যমে ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হবে। এবারও কাউন্টার থেকে ৫০ ভাগ টিকিট এবং অ্যাপস ও অনলাইনের মাধ্যমে ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে। ঈদের সময় টিকিটের জন্য কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। তবে প্রাধিকারভুক্ত কর্মকর্তারা যথা নিয়মে টিকিট পাবেন। স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, প্রথম দিন ভিড় কম। তাই দুর্ভোগও কম। অ্যাপস ও অনলাইনেও টিকিট মিলছে। সকাল থেকে কোনো বিশৃঙ্খলার কোন খবর পাওয়া যায়নি। এদিকে, ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য সোমবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত রয়েছে। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন