কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যান চলাচল বন্ধ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র স্রোতের কারণে এই অচলাবস্থার দেখা দিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলীম এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই নদীতে প্রবল ঢেউ ছিল। স্রোতের টানে ফেরি ঘাটের পন্টুনও সরে যায়। এক পর্যায়ে সব ধরনের যান চলাচলই ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় তা বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌরুট বন্ধ থাকবে।

এদিকে নৌরুট বন্ধ থাকায় ঘাটের দুপাশে অপেক্ষমান রয়েছে প্রচুর যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন