ঢাকা মহানগর দোকান মালিক সমিতির ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফেরদৌস আহমেদ খান
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টায় সুবাস্তু আর্কেড চতুর্থ তলায় ঢাকা মহানগর মালিক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী সাবেক সহ-সভাপতি এফবিসিসিআই,  মোঃ হেলাল উদ্দিন সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি,  আবু মোতালেব পরিচালক এফবিসিসিআই, হাজী হাফেজ হারুন পরিচালক এফবিসিসিআই,  জহিরুল হক ভূঁইয়া মহাসচিব বাংলাদেশ দোকান মালিক সমিতি,  মোহাম্মদ জসিম উদ্দিন কাউন্সিলর ১৮ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌফিক এহেসান সভাপতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতি
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিপু,  আইন সম্পাদক নাজমুল হাসান মাহমুদ,  কোষাধক্ষ্য জুয়েল আহমেদ,  সহ মোট ৪২ টি জুনের প্রতিনিধি উপস্থিত ছিলেন
উক্ত সাধারন সভায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জনাব তৌফিক এহেসান কে সর্ব সম্মতি ক্রমে তৃতীয় মেয়াদে সভাপতি হিসাবে পূর্ণ নির্বাচিত করা হয় এবং পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়
ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী বলেন,  এফবিসিসিআই সবসময়ই ক্ষুদ্র ও মাঝারি শিল্প কে গুরুত্ব দিয়ে থাকে এবং ভ্যাটসহ অন্যান্য জটিলতাগুলো নিরসনে একসাথে কাজ করে আসতেছে আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এফবিসিসিআইয়ের মত বাংলাদেশ দোকান মালিক সমিতির সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসতেছে এবং ভবিষ্যতেও করবে
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন তার বক্তৃতায় বলেন আজকের এই ঈদ পূর্ণমিলনী অত্যন্ত আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ কিন্তু বর্তমান সময়ে ডেঙ্গু একটি মহামারি আকার ধারণ করেছে এর প্রধান কারণ আমাদের মধ্যে সচেতনতার অভাব ডেঙ্গু প্রতিরোধ করতে চাইলে আমাদেরকে সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দিতে হবে তিনি আরো বলেন বর্তমান ব্যবসা বান্ধব শেখ হাসিনা সরকারের আমলে আপনারা জানেন ৫০ লাখ টাকার নিচে যাদের বিক্রয় হয় বছরে তাদের কোন ভ্যাট দিতে হয় না কারন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বর্তমান সরকার এই নীতিমালা প্রণয়ন করেছে

ঢাকা মহানগর মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, আমরা ঢাকার প্রতিটি দোকান মালিক কে ডেঙ্গু বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ দিয়েছি  একটি স্লোগান এর মাধ্যমে “আমার দোকান আমার বাড়ি নিজ দায়িত্বে এডিস মশা মারি, পরিচ্ছন্ন দোকান বাড়ি ডেঙ্গু থেকে মুক্ত থাকি”তিনি আরো বলেন ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, এটি সরকারের একক কাজ নয় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শক্তভাবে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যার ফলে ডেঙ্গু এখন বেশ নিয়ন্ত্রণে রয়েছে আপনার আমার সহযোগিতা ও সচেতনতাই যথেষ্ট ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে। সকলকে ধন্যবাদ জানিয়ে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন ।

আপনি আরও পড়তে পারেন