বিচারকাজে গতি আনতে ভার্চুয়াল আদালতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রত্যেক কারাগারে ভার্চুয়াল বিচার কার্যক্রম চালু করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ১৪তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, স্পর্শকাতর মামলার আসামিকে কারাগারে রেখেই বিচারকাজ সম্পন্নের বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার। এছাড়া যশোর-খুলনা মহাসড়কের উন্নয়ন কাজে অসঙ্গতি ও ধীরগতির জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তিনি।

বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া, বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে আসামীকে সশরীরে আদালতে উপস্থিত রাখার বাধ্যবাধকতা রয়েছে প্রচলিত আইনে। এতে সময় এবং অর্থ দুটোরই অপচয় হয়। প্রচলিত প্রথা বদলানোর সঙ্গে এবার স্পর্শকাতর মামলার বিচারকাজে গতি আনতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করতে চায় সরকার। যে ব্যবস্থায় আসামীকে কারাগারে রেখেই বিচার চালাতে পারবেন বিচারকরা।

তিনি বলেন, প্রত্যেক কারাগারে ভার্চুয়াল ব্যবস্থা করা হবে। জজ কারাগারে না গিয়ে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে বিচার করতে পারবে সেজন্য আধুনিক ব্যবস্থা করা হবে।

আপনি আরও পড়তে পারেন