নারীরা বঞ্চিত ছিল, বর্তমান প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়েছেন: সালমান এফ রহমান

 

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান বলেছেন, শিক্ষা, চিকিৎসা, সামরিক বাহিনী, বিমান বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য অনেক কিছু করছেন।
বুধবার বিকালে ঢাকার নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ১৪টি ইউনিয়নের স্কুল ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এমপি সালমান ফজলুর রহমান বলেন, প্রতিটি পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ে দেখতে পাই নারীদের জয়-জয়কার। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, কয়েকজন নারী মন্ত্রীও রয়েছেন। নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী সাংসদ রয়েছেন। তাছাড়াও গত সংসদ নির্বাচনে ২৫জন নারী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। দেশ নারীর ক্ষমতায়ন ভোগ করছে।
অনুষ্ঠানে এলজিএসপি-৩’র অর্থায়নে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলার ১৪টি ইউনিয়নে দুর-দুরান্ত থেকে স্কুলে আসা ৭০জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান।
মে উপস্থিত ছিলেন-  দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সাংসদের এপিএস মো. তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ আক্তার রিবা, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাবেল, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শওকত শাহীন, দোহার সার্কেলের সহকারি পুলিশ সুপার এস.এম জহিরুল ইসলাম প্রমূখ।
এর আগে সাংসদ সালমান ফজলুর রহমান উপজেলার পিকেবি উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে বিকালে নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ (অনুর্ধ-১৭)” উদ্বোধন করেন।

আপনি আরও পড়তে পারেন