পথ হারা শাহিন আলম এখন রাণীনগর থানা হেফাজতে!! বাবা-মার সন্ধান চায় পুলিশ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

ঢাকা মীরপুর এক কওমী মাদ্রাসায় পড়–য়া শাহিন আলম (১০) কে নিয়ে বিপাকে পড়েছে রাণীনগর থানা পুলিশ। পথ ভুলে রাণীনগরে চলে এসেছে বলে শাহিন আলম জানায়। ছেলেটির কথা মতে তার নাম: মো: শাহিন আলম (১০), পিতা:-মো: রশিদ, মাতা:- মোছা:-রুজিনা, বাড়ি- ফ্যান্টাসি কিংডম, থানা:- আশুলিয়া, জেলা:- ঢাকা। এই ছেলেটি ঢাকা মীরপুর কওমী মাদ্রাসায় লেখাপড়া করে ও তার বাবা পেশায় একজন রড মিস্ত্রি বলে জানায়। রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, গত বৃহস্পতিবার ০৫/০৯/২০১৯ইং তারিখে নওগাঁ জেলার রাণীনগর রেলওয়ে স্টেশনে এই ছেলেটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে রাণীনগর থানা পুলিশের হেফাজতে দেয়। ওই দিন রাতে ওই ছেলেকে রাণীনগর থানার এক পুলিশ ও স্থানীয় একজন লোক সাথে নিয়ে তার দেওয়া তথ্য মতে ঢাকায় গেলে তার বাবা-মার কোন সন্ধান পাওয়া যায়নি। আবার ওই ছেলেটিকে শুক্রবার ০৬/০৯/২০১৯ইং তারিখে রাণীনগর থানায় নিয়ে আসা হয়েছে। যদি কেউ এই ছেলেটিকে চিনেন তাহলে রাণীনগর থানা পুলিশের সাথে যোগাযোগ করুন। বর্তমানে এই ছেলেটি রাণীনগর থানা পুলিশের হেফাজতে আছে। যোগায়োগের ঠিকানা:- ওসি, রাণীনগর থানা, নওগাঁ, মোবাইল:-০১৭১৩- ৩৭৩৮৩৭।

আপনি আরও পড়তে পারেন