দোহারে পুলিশের অভিযানে ১১ জুয়ারীকে জরিমানা! জব্দকৃত টাকা ফেরদতের নির্দেশ।

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় পুলিশের অভিযানে ১১ জুয়ারীকে জুয়ার উপকরনসহ নগদ এক লক্ষ উনিশ হাজার টাকা জব্দ এবং আটকের ঘটনায় উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দোহারের ইউএনও আফরোজা আক্তার রিবা’র আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদন্ড দেন।একইসঙ্গে আটককৃতদের কাছ থেকে পুলিশের জব্দকৃত এক লক্ষ উনিশ হাজার টাকা ফেরৎতের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।এ বিষয়টি নিয়ে সবার মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার কবির হোসেন(৪৫),তরিকুল ইসলাম(৪১),নুরু মোল্লা(৫০),আবুল কালাম(৫২),আব্দুর রহিম(৪৮),ইউনুস(৫২),নাছির উদ্দিন(৪৮),আজিজুর রহমান(৪০),সুধীর হাওলদার(৪৬),আলমাছ(৪৮) ও শওকত আলী(৫২)। দোহার থানার সেকেন্ড অফিসার সমৈন মিত্র জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার চর- জয়পাড়া এলাকার একটি নির্মানাধীন বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে এ এস আই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১১ জুয়ারীকে জুয়ার আসর থেকে উপকরনসহ নগদ এক লক্ষ উনিশ হাজার টাকা জব্দ এবং আটক করেন।পরবর্তীতে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে আটককৃতদের উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দোহারের ইউএনও আফরোজা আক্তার রিবা প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদন্ড দেন এবং আটককৃতদের কাছ থেকে পুলিশের জব্দকৃত এক লক্ষ উনিশ হাজার টাকা ফেরৎ প্রদানের নির্দেশ দেন। জুয়ারীদের আটক ও পরবর্তীতে বিচারের বিষয়টি নিয়ে উপজেলা সদর এলাকায় স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দোহারের অন্যতম জয়পাড়া হাট-বাজারের নির্বাচিত সাধারন-সম্পাদক দেলোয়ার মাঝি বলেন,আটককৃতরা পেশাদার জুয়ারী এবং এর মধ্যে কয়েকজন প্রতারক চক্রের সদস্য।পুলিশের অভিযান সঠিক ছিলো কিন্তু বিচার ব্যবস্থা লঘু!এতে অপরাধীরা বেপরোয়া হয়ে পড়বে বলে জানান। এ বিষয়ে নবাবগঞ্জ সার্কেল এ এস পি মো.জহিরুল ইসলাম জানান,বিষয়টি জানতে পেরে সকালে দোহার থানা কার্যালয়ে যাই এবং আটক ১১ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতে হাজির করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেই।ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেছে বলে জানতে পারি। এ বিষয়ে দোহারের ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা’র সাথে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

আপনি আরও পড়তে পারেন