নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কলাকোপা ইউনিয়ন ১-০ গোলে শোল্লা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মঙ্গলবার বিকালে নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো গ্রুপের পরিচালক ও আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শায়ান এফ রহমান। প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আজকের দর্শক উপস্থিতি প্রমান করে আগামীর যুব সমাজ মাদককে ঘৃনা করে। তাই তিনি খেলার মাঠে যুবকদের আসার আহবান জানান। একই সাথে খেলাধুলায় সর্বাত্মক সহযোগীতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, আমি দোহার-নবাবগঞ্জের সন্তান হিসেবে সব সময়ে আপনাদের অনুভব করি। এ এলাকার মানুষের সার্বিক উন্নয়ন আমিও চাই। আপনাদের উন্নয়ন সহযোগীতায় আমিও সর্বাত্মকভাবে সহযোগীতা করবো। যাতে উন্নয়ন কর্মকান্ড দ্রত বাস্তবায়ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, পিএমও তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস.এম সাইফুল ইসলাম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন