শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বাবা-ছেলে আটক

মোবাইল রিচার্জ কার্ড চুরির অপবাদে নোয়াখালীতে নুর মোহাম্মদ সজিব (১২) নামে এক মাদরাসা ছাত্রকে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনীপাড়া এলাকার আব্দুল্লাহ চৌকিদার ও তার ছেলে ইসমাইল হোসেন।

জানা গেছে, শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে দোকান থেকে ১২০ টাকার মোবাইল রিচার্জ কার্ড চুরির অপবাদ দিয়ে সজিবকে একই এলাকার আব্দুল্লাহ চৌকিদার ও তার ছেলে ইসমাইল হোসেন জোরপূর্বক গাছে বেঁধে রাখে। এরপর বাবা-ছেলে মিলে তাকে মহিষের রশি ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল্লাহ ও তার ছেলে ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

নির্যাতনের শিকার নুর মোহাম্মদ সজিব উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরনবী মানিকের ছেলে।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন