জগন্নাথপুরে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

 মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “আমরা সবাই লড়বো মাদকমুক্ত জগন্নাথপুর গড়বো, জীবন একটাই তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মানিত শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে ১৯ শে নভেম্বর রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, ইকড়ছই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমান, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, ছিলিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম, ঘোষগাঁও কোনাপাড়া জামে মসজিদের ইমাম ফজলুল করীম, মোজাহিদপুর জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ ভুইয়া, ইমাম সমছু মিয়া সুজন প্রমূখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন