নবাবগঞ্জে যুবলীগ নেতা ছুরিকাহত

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতা খন্দকার মাহবুব (৩৫) অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা সদর কাশিমপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। মাহবুব উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের খন্দকার সায়খুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিকালে গুরুত্বর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা সদর নিজ প্রতিষ্ঠান নিউ সেন্ট্রাল হসপিটালের সামনে মোটর সাইকেলে আসে। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা অজ্ঞাত ৭/৮ দুর্বৃত্ত তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আশরাফুল আলম তালুকদার যুবলীগ নেতাকে ছুরিকাঘাতের সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় অজ্ঞাত ৭/৮ জনের নামে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন