মানবতার সেবায় কালীগঞ্জ থানা পুলিশ, ভুল নাম্বারে যাওয়া বিকাশের টাকা ফেরত পেলেন আনজুরা বেগম

 রিয়াজ মোল্যা (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি পুলিশের সহযোগীতায় ভুল বিকাশ নাম্বারে যাওয়া ৪০ হাজার টাকা ফেরত পেয়েছেন ঝিনাইদহ কালীগঞ্জের আনজুরা বেগম নামে এক গৃহিনী। সে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। বুধবার (২০ নভেম্বর) সকালে টাকা হাতে পেয়ে খুশি হয়ে আনজুরা বেগম জানান, গত সোমবার বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় ভূলবশত তার ৪০ হাজার টাকা অন্য বিকাশ নম্বরে চলে যায়। এরপর তিনি কালীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান। থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, আনজুরা নামের এক গৃহবধূ মোবাইলের ভূল বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠায়। এরপর সে থানায় এসে একটি সাধারন ডায়েরী (জিডি) করে। তার জিডির প্রেক্ষিতে আমরা মোবাইলের কল লিষ্টের মাধ্যমে বুধবার (২০ নভেম্বর) পাবনা জেলার সাথীয়া বাজারের একটি বিকাশ এজেন্টের নিকট থেকে উদ্ধার করা ৪০ হাজার টাকা আনজুরা বেগমের নিকট হস্তান্তর করা হয়। টাকা হাতে পেয়ে গৃহিনী আনজুরা বেগম খুশিতে আত্মহারা।

আপনি আরও পড়তে পারেন