ধামরাইয়ে পাঁচ ইটভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অনুমোদনহীন পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, ডাউটিয়া এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় সান ও আজিজ ব্রিকসসহ পাঁচটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।

প্রত্যেক মালিককে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়। নিয়ম না মানায় ভাটার কালো ধোয়ায় ক্ষতির মুখে পড়ে এলাকার ফসলি জমি। পর্যায়ক্রমে অনুমোদনহীন সব ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

আপনি আরও পড়তে পারেন