ইউরোপে শাওমির বিক্রি বেড়েছে ৭৩ শতাংশ

ইউরোপে উল্লেখযোগ্যভাবে বিক্রি বেড়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির। প্রযুক্তিপণ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস এ তথ্য জানিয়েছে, ইউরোপে শাওমির পণ্যের বিক্রি বেড়েছে প্রায় ৭৩ শতাংশ। মহাদেশটিতে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানের জনপ্রিয়তার দিক থেকে শাওমি এখন চতুর্থ স্থানে অবস্থান করছে।

epsoon tv

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ শুরুর পর থেকে ইউরোপে কিছুটা কঠিন সময় পাড় করছে হুয়াওয়ে। বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি কিছুটা কমে গেলেও তৃতীয় প্রান্তিকে বেড়েছে হুয়াওয়ের।

বর্তমানে ইউরোপে দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। মোট বাজারের এক তৃতীয়াংশ দখল করে থাকা স্যামসাং ইউরোপের সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান।

আপনি আরও পড়তে পারেন