৫ই ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে সরকার পতনের আন্দোলন

৫ই ডিসেম্বর দুর্নীতির দায়ে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হলে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন বিএনপি।

উপযুক্ত সময়ে কর্মসূচির ঘোষণা দিলে গণবিস্ফোরণ ঘটবে বলে মনে করেন বিএনপি নেতারা।

শুক্রবার, জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ লেবারপার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, দিন যতো যাচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মানবিক কারণে হলেও আগামী ৫ই ডিসেম্বর আদালত খালেদা জিয়াকে জামিন দেবে বলে আশা প্রকাশ করেন মওদুদ আহমদ।

অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিচার বিভাগ স্বাধীন হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না।

কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবালের স্মরণ সভায় দল ভাঙার চেষ্টা করে বিএনপির রাজনীতি ধ্বংস করা যাবে না বলেও দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের পতন ঘটাতে হবে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

আপনি আরও পড়তে পারেন