আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির ৪ নেতার আগাম জামিন

সুপ্রিমকোর্টের সামনের সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে ৮ সাপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সহ শীর্ষ ৪ নেতা। তবে তাদেরকে এই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

রোববার (১ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

জামিন পাওয়া বিএনপির চার নেতা হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।

আর আগে বৃহস্পতিবার এ মামলায় হাইকোর্ট থেকে মির্জা ফখরুলসহ চার নেতা আগাম জামিন নিয়েছেন।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন