উৎসাহ উদ্দীপনায় রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন সম্পূর্ণ

উৎসাহ উদ্দীপনায় রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন সম্পূর্ণ

আবুল হাশেম ফকির

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষীক কর্মী সম্মেলন দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তরুন ও যুবকদের পছন্দের মোঃ মুজিবুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আমজাদ হোসেন সাধারণ সম্পাদক বিপুলসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টায় সম্মেলনের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল । সম্মেলন প্রস্তুতি সভা আহবায়ক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহ্সান খোকন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম, সহ সভাপতি এ.কে.এম করম আলী, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক,কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, আওয়ামীলীগ নেতা সাজ্জাত হোসেন সুরুজ,সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ , পিয়ার হোসেন, যুবলীগ নেতা আলমাছ উদ্দিন, আব্দুর রহমান আকন্দ প্রমুখ। বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে কাউন্সিলরদের নামের তালিকা ত্রূটি-ত্রুটিগুলো এবং প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা ও পরবর্তীতে মার্কা নির্দারণ করে ভোট চাওয়ার শেষ সুযোগ এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলমকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন সম্পূর্ণ করা হয়। নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মুজিবুর রহমান ১০১ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হোন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন ছাতা প্রতীকে ৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হোন, ফুটবল প্রতীক নিয়ে ১০৯ ভোট পেয়ে আমজাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিটু ভূইয়া চেয়ার প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়ে দ্বিতীয় হোন। প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম তার সহকারীদের সাথে নিয়ে এই জয় পরাজয়ের ঘোষণা দেন। তারপর নির্বাচিত সভাপতি ও সাধরণ সম্পাদককে দলের প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান সম্মেলনের নেতারা।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন