দিল্লির জনসভায় মোদিকে হত্যার পরিকল্পনা ফাঁস

আগামী ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরাট জনসভার আয়োজন করবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ওই জনসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী। এমন সতর্কবার্তা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা।

দিল্লির ওই জনসভায় বিজেপির পক্ষ থেকে প্রচুর জনসমাগমের চেষ্টা করা হচ্ছে। আর সেই ভিড়ের সুযোগ নিয়ে নরেন্দ্র মোদির ওপর হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে গোয়ান্দারা।

জানা গেছে, জনসভার দিন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি জোট ‘এনডিএ’ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এর মাঝে পাকিস্তানের জঙ্গিরা প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। ফলে আরও কড়া নজরদারি চালানোর ব্যবস্থা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এজন্য পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে তারা নতুন নতুন জঙ্গি নিয়োগ করেছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা।

আপনি আরও পড়তে পারেন