দোহার-নবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন পালিত

দোহার ও নবাবগঞ্জে পবিত্র বড়দিন পালিত

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয়
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র
বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ধর্মীয়
উপাসনালয় গির্জায় নারী,পুরুষ,শিশুসহ সব বয়সের মানুষ প্রার্থনার জন্য
হাজির হয়। সকাল ১০টা পর্যন্ত তাদের প্রার্থনা চলে। এসময় তারা প্রভু যীশু
খ্রীষ্টের কাছে ধ্যানমগ্ন হয়ে প্রার্থনা নিবেদন করেন।
এর আগে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা
ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের প্রতিনিধি ইফতেখার
আহমেদ হৃদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু দুই
উপজেলার ৬টি গির্জায় কেক পাঠিয়ে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার পুলিশ
প্রশাসনের পক্ষ থেকে দুই উপজেলার উপাসনালয়ে গিয়ে খ্রীষ্টার সম্প্রদায়ের
খোঁজ খবর নেন এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দোহার
সার্কেলের এএসপি মো. জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা
কামাল, দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন সাথে ছিলেন।
নবাবগঞ্জের বক্সনগর খ্রীষ্টান পল্লীর সভাপতি রিচার্ড মুকুল গমেজ বলেন,
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে বড়দিন পালিত
হয়েছে। বড়দিনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মের মানুষের সাথে
সৌহাদ্যপূর্ণতা বজায় রেখে উৎসবটি পলিত হয়ে থাকে।
হাসনাবাদ জপমালা রানীর গির্জার ফাদার ম্যাক্সওয়েল বলেন, দোহার, নবাবগঞ্জ ও
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রায় ৩ হাজার খ্রীষ্টান পরিবার
শান্তিপূর্ণ পরিবেশে বড়ো দিনের উৎসব পালন করেছে। এ উৎসব
বহস্পতিবার বড়দিনের কির্তনের (ক্যারল) মধ্যে দিয়ে শেষ হবে। প্রতিটি
উপাসনালয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রভু যীশুর কাছে প্রার্থনা করা
হয়েছে।

ছবির ক্যাপশন: নবাবগঞ্জের বক্সনগরে সাধু অ্যান্তনী গীর্জায়
প্রার্থনারত খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।

বিপ্লব ঘোষ

আপনি আরও পড়তে পারেন