মনোনয়নপত্র তুলছেন সাঈদ খোকন: নতুন হিসাব-নিকাশ শুরু

নৌকা প্রতীকের হ‌য়ে লড়‌তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলছেন বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

মেয়রের প্রটোকল কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দুই সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। দফজলে নূর তাপস দলীয় মনোনয়ন নেয়ায় নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে সরকারদলীয় প্রার্থী নিয়ে।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস দলীয় সংকেত পেয়েই মনোনয়পত্র সংগ্রহ করেছেন বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে বর্তমান মেয়র সাঈদ খোকন এবার মনোনয়ন বঞ্চিত হতে পারেন কেউ কেউ বলছেন। তবে শেষ পর্যন্ত দল কাকে বেছে নেবে এটি জানা যাবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর। ফজলে নূর তাপস মনোনয়নপত্র কিনলেও এতে উদ্বিগ্ন নন সাঈদ খোকন। তিনি আশাবাদী দল তাকে মনোনয়ন দেবে।

গত রোববার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ও ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন