রাবিনা ট্যান্ডনের বিরুদ্ধে থানায় জিডি

লিউড তারকা রাবিনা ট্যান্ডন। একটি টিভি শো’তে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে রাবিনাসহ শো’র পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান ও কমেডিয়ান ভারতী সিংকেও অভিযুক্ত করা হয়।

ক্রিসমাসের প্রাক্কালে টিভি শো’তে খ্রিস্টানদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু। বুধবার অভিযোগপত্রের সঙ্গে সংশ্লিষ্ট টিভি শোয়ের একটি ভিডিও ফুটেজও জমা দেন তিনি।

পুলিশ সূত্র জানায়, ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় আজনালা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে অমৃতসর গ্রামীণ এসএসপি বিক্রমজিৎ দুগ্গল জানিয়েছেন, ‘এ অভিযোগের বিষয়ে তদন্ত চালানো হচ্ছে’।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন