নওগাঁর মান্দায় মাদকবিরোধী র‌্যালী, আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ

নওগাঁর মান্দায় মাদকবিরোধী র‌্যালী, আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ

নওগাঁর মান্দায় মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা উপলক্ষে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। সোমবার সকাল ১০টায় মান্দার বৈলশিং ঈদগাহ মাঠে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর আয়োজনে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে হিসেবে নওগাঁর পুলিশ সুপার বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষনা দিয়েছেন এই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পক্ষে মাদককে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারনে স্থানীয় জনসাধারনকে এগিয়ে আসতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল মোঃ মতিয়ার রহমান, মান্দা থানার ও‘সি মোজাফফর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম,দিদারুল আলম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ নাছিমুল হক বুলবুল, সাংবাদিক মোঃ আবু বকর সিদ্দিক সহ নওগাঁ ও মান্দা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরে প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানে প্রায় ১ হাজার দুঃস্থ অসহায় আদিবাসী ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

 

আপনি আরও পড়তে পারেন