ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত: খোকাপুত্র ইশরাক

এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে মনোনয়ন পেয়েছেন অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজের মনোনয়ন ফরম জমা দেয়ার সময় তিনি নিজের বিজয়ের ব্যাপারে আত্নবিশ্বাস প্রকাশ করেছেন। ঐক্যবদ্ধ ভাবে বিএনপি কাজ করছে উল্লেখ করে ইশরাক বলেন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এসময় এই সিটি নির্বাচনকে নির্বাচন কমিশনের শেষ সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, বিশ্বের বিশেষজ্ঞদের এনে ঢাকা শহরের উন্নয়ন করা কোনো ব্যাপারই ছিল না। গত ১২ বছরে যে অর্থ পাচার হয়েছে সেই অর্থ যদি দেশের অর্থনীতিতে থাকতো তাহলে শুধু ঢাকা নয় বাকি মেট্রোপলিটন সিটি আজ উন্নত শহর হতো। দেশ আজ অনেক এগিয়ে যেত কিন্তু সেটা হয়নি। তিনি আরও বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে ৩০ জানুয়ারি কেমন নির্বাচন হয়েছে, সেটা আপনারা দেখেছেন। একজন প্রার্থী হিসেবে এই নির্বাচন কমিশনের প্রতি কেমন আস্থা থাকতে পারে? এটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। তারপরও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে তাদের (নির্বাচন কমিশন) একটি সুযোগ এসেছে ভুল সংশোধনের। আশা করব, উনারা সেটা করবেন।

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন​ (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এর আগে ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

আপনি আরও পড়তে পারেন