দোহারে জেডকেডি সড়কে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ।

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জেডকেডি সড়কের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া যায়।২০১৯ সালের প্রথম থেকে জিঞ্জিরা-কেরানীগঞ্জ-দোহার সড়কে প্রায় ছয়শত উনসত্তুর কোটি টাকা ব্যায়ে এই সড়ক সম্প্রসানের কাজ শুরু করা হয়।
অভিযোগে জানা যায়, জিঞ্জিরা-কেরানীগঞ্জ-দোহার সড়কের আওতায় দোহার উপজেলার থানার মোড় থেকে শ্রীনগর পদ্মা বাইপাস পর্যন্ত সড়ক সম্প্রসারন ও কার্পেটিং এর কাজ চলছে।এ কাজে রাস্তা সম্প্রসারন করে তার উপর কার্পেটিং কাজ চলছে।কার্পেটিং করার আগে রাস্তার মাঝে বালু পরিস্কার করে অত:পর কেরাসিন ও বিটুমিন মিশিয়ে রাস্তার উপর প্রলেপ দেওয়ার কথা থাকলেও কোথাও কোথাও কাজ না করেই কাপেটিং শুরু করেছে প্রভাবশালী ঠিকাদার এনডি কন্সট্রাকশন লিমিটেডের প্রভাবশালী ঠিকাদার ও সড়ক ও জনপথের কর্তব্যরত রায়হান,নুরুল আমিন ফিল্ড সুপারভাইজার এবং সড়ক ও জনপথের সহকারি প্রকৌশলী মাসুম।স্থানীয়দের অভিযোগের ভিত্তিত্বে সরেজমিনে উপজেলার বটিয়া-নুরপুর সড়কের কার্পেটিং কাজে গিয়ে দেখা গেছে রাস্তার উপর পড়ে থাকা বালু পরিস্কার না করেই কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে।আবার কোথাও কোথাও বালু মাটির উপর কেরাসিন ও বিটুমিন মিশিয়ে রাস্তার উপর ফেলা হচ্ছে।ফলে কার্পেটিংয়ের আগে রাস্তার উপর যে বেড নির্মান করার কথা তা সুকৌশলে এরিয়ে কার্পেটিং শুরু করেছে।এই কার্পেটিং দীর্ঘস্থায়ী হবে না বলে জানান স্থানীয়রা।কেননা বালু মাটির উপর ৩/৪ সাইজের পাথর ও বিটুমিন মিশিয়ে ফেলে তাতে রোলার মেশিন দ্বারা ডলা দিলেই হবে না।কেননা বালু মাটির উপর এতটাকা ব্যায়ে পাথর ও বিটুমিন মিশিয়ে রাস্তা তৈরী করলেই রাস্তা দীর্ঘস্থায়ী হবে না।কেননা রাস্তার উপর ফেলা পাথর ও বিটুমিন বালু মাটিতে কামড় দিয়ে ধরে রাখার ক্ষমতা থাকবে না।বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট মহলকে দেখার আহবান জানান স্থানীয়রা।
এ বিষয়ে সড়ক ও জনপথের সহকারি প্রকৌশলী মাসুম মিয়া জানান,কোন অসুবিধা হবে না এবং রাস্তার কোন ক্ষতি হবে না।তাছাড়া নাকি এই কাজের মেয়াদ তিন বছর মেয়াদী থাকায় সড়কের যে কোন কাজের ক্ষতি হলে পুনরায় ঠিকাদার তা পূরন করে দিবে বলে জানান।
এ বিষয়ে এনডি কন্সট্রাকশন লিমিটেডের সাথে যোগাযোগের চেষ্ঠা করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।
এ বিষয়ে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন জানান,বহূ প্রতিক্ষিত জিঞ্জিরা-কেরানীগঞ্জ-দোহার সড়কের কাজ ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্ঠা সালমান এফ রহমান স্যারের একান্ত প্রচেষ্টায় অনুমোদন হয়েছে।এই কাজ যেনত্যানভাবে করে সরকারি টাকা আত্নসাৎ করে কেউ রেহাই পাবে না।আপাতত বিষয়টি মিডিয়ায় প্রকাশের সহযোগীতা কামনা করছি।

আপনি আরও পড়তে পারেন