বিকেলে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ষষ্ঠ আসরের

বিকেলে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ষষ্ঠ আসরের

বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসরের। ফিলিস্তিনকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও পূর্ণ তিন পয়েন্টই লক্ষ্য জেমি বাহিনীর। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

বঙ্গবন্ধু গোল্ডকাপ দিয়ে শুরু হচ্ছে মুজিববর্ষের কর্মসূচি। তাইতো খেলোয়াড়দের লক্ষ্য বিশেষ এই আসর বিশেষ ভাবে রাঙ্গানোর। অসুস্থতায় জীবন আর বাদশা দল থেকে ছিটকে গেলেও পুরোপুরি ফিট মামুনুল-ইয়াসিন। এ ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায়, তরুণ স্ট্রাইকার ফয়সাল আহম্মেদ ফাহিম। সব মিলিয়ে বাংলাদেশের ফর্মেশনটা হতে পারে ৪-৩-২-১। একই লক্ষ্য টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনির।

মূল দল নয় বরং জাতীয় দলের ৮ ফুটবলারের সাথে অনূর্ধ্ব-২৩ দলের ৮। বাকিরা সবাই ঘরোয়া লিগের খেলোয়াড়। তবুও আত্মবিশ্বাসী কোচ। এর আগে আন্তর্জাতিক আসরে দু’দলের ৪ বারের দেখায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০০৬ এ ১-১ গোলে ড্র।

আপনি আরও পড়তে পারেন