ঘুষ না দেয়ায় ২ বছরের শিশুর বয়স ১০০ বছর!

জন্ম হয়েছে মাত্র দুই বছর আগে। কিন্তু তার জন্ম সনদ নেয়নি পরিবার। সন্তানের পরিবার গ্রাম উন্নয়ন কর্মকর্তার কাছে গিয়েছিলেন জন্ম সনদ আনতে। সেই সনদে শিশুটির বয়স লেখা হয়েছে ১০০ বছর।

পরিবারের অভিযোগ, জন্ম সনদ সরবরাহের জন্য ঘুষ দাবি করেছিলেন গ্রাম উন্নয়ন কর্মকর্তা। কিন্তু পরিবারের সদস্যরা ঘুষ দিতে রাজি হননি। ফলে জন্ম সনদে বয়স ভুল লিখে দেয়া হয়েছে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বারেইলি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।

ঘুষ দাবি ও জন্ম সনদে ভুল তারিখ লিখে হয়রানির অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।

খবরে বলা হয়েছে, ২০১৬ সালের ১৩ জুন জন্ম হয় শিশু সঙ্কেতের। দুই বছর পর জন্ম সনদ আনতে যান পরিবারের সদস্যরা। সঙ্কেতের ভাই জানান, গ্রাম উন্নয়ন কর্মকর্তা তাদের কাছে ঘুষ দাবি করেন। কিন্তু তারা ঘুষ দিতে রাজি হননি। পরে তিনি সনদে ১৩ জুন ২০১৮ তারিখের পরিবর্তে  ৬ জানুয়ারি ১৯১৬ তারিখ লিখে দেন।

 

আপনি আরও পড়তে পারেন