মান রক্ষা নাকি লজ্জা

এমন প্রবাদটি আজ সত্য হবে? কে জানে। যদি হয় তাও ভালো। কেননা টি২০’র নাম্বার ওয়ান পাকিস্তানকে এক ম্যাচ হারাতে পারলেও টাইগারদের খুশি হওয়ার কথা। কেননা এক ম্যাচ পা হড়কালেই শীর্ষস্থান হারাবে তারা। লাহোরে সোমবার (২৭ জানুয়ারি) তেমন আশা নিয়েই নামছে বাংলাদেশ। বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

সিরিজের শেষ টি২০, অনন্ত জয় দিয়ে ইতি টানতে মরিয়া তামিমরা। অপরদিকে পাকিস্তান চাইছে যে করেই হোক ৩-০ করতে। ম্যাচের আগে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠেও তেমন সুর। অবশ্য এই ম্যাচে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করতে চান তিনি।

যেমনটা বললেন তিনি, ‘আমি সবাইকে সুযোগ দিতে চাই। ইতিমধ্যে আমরা সিরিজ হাতছাড়া করেছি। আশা করি শেষটা রঙিন হবে। তিনজন ক্রিকেটার আমার নজরে। তারা এখনো খেলার সুযোগ পায়নি। আসলে আমার হাতে অনেক অপশন। দেখি দলের কম্বিনেশন ভাঙতে হলো ভাঙবো। তবু ইতিবাচক কিছু প্রয়োজন।’

এমন কিছু হলে অভিষেক হতে পারে তরুণ পেসার হাসানের। এবার বিপিএলে গতির ঝলক দেখিয়ে জাতীয় দলে আসেন তিনি। বিপিএলে ২০ উইকেট নিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা রুবেলের জন্যও হবে এটি বড় সুযোগ।

এই দুই পেসারই খেললে মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেনের যেকোনো দুজন বাদ পড়তে পারেন। দেশি খেলোয়াড়দের মধ্যে বিপিএলে এবার একমাত্র সেঞ্চুরি করে ফেরেন শান্ত। তিনি একাদশে ফিরলে বসতে হতে পারে টপ অর্ডার একজন ব্যাটসম্যানকে।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন