ভয় উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান ইশরাকের

কোনো ধরনের ভয়ভীতি তোয়াক্কা না করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর গোপীবাগের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ইশরাক বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন। কোনো রকম ভয় ভীতি হুমকি ধামকি মামলা উপেক্ষা করেও ভোট কেন্দ্রে যাবেন।

এদিকে, সুশাসনের অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকাকে পুনরুজ্জীবিত করতে পাঁচটি রূপরেখা তুলে ধরেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

ভোটের দুইদিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তাপস ঐতিহ্য রক্ষা ও সুশাসনের অঙ্গীকারে ভোট চাইলেন নৌকায়। এরপর ব্যস্ত হয়ে পড়েন গণসংযোগে তিনিও।

পরে দক্ষিণ সিটির বংশালে যুব দল কার্যালয়ের সামনে থেকে শুরু করেন প্রচারণা ইশরাক। এ সময় তিনি ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের আবারও আহ্বান জানান।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন