শীতের সাথে বৃষ্টির ভোগান্তিতে রাজধানীবাসী

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বেলা ১১ টা থেকেই রাজধানীতে বৃষ্টি নামা শুরু হয়েছে। শীতের সাথে বৃষ্টি রাজধানীবাসীকে ভোগান্তিতে ফেলে দিয়েছে। বিশেষ করে অফিসগামীরা পরেছেন বেশি বিপদে।

এর আগে সকাল থেকেই রাজশাহী মহানগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা থেকেই বৃষ্টি শুরু হয়। এতে করে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটেছে রাজশাহীবাসীর।

আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিনে শেষের দিকে ক্রমান্বয়ে আবহওয়ার উন্নতি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। তার পরবর্তী ৫ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

আপনি আরও পড়তে পারেন