সংসদে সাকিব, পাপনের দায়িত্ব নিয়ে প্রশ্ন!

আপাতত ক্রিকেট মাঠে নেই। তবু নিয়মিত আলোচনার টেবিলে সাকিব আল হাসান। ক’দিন আগে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন। এবার জাতীয় সংসদেও সাকিব! অবশ্য তিনি সংসদে যাননি, অধিবেশনের আলোচনায় উঠেছে সাকিবের নাম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে সাকিব বিষয়ে আলোচনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। এ সময় তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

ফখরুল ইমাম বলেন, ‘আমাদের জন্য দুঃসংবাদ। আমাদের বিসিবির প্রভাবশালী সভাপতি পারলেন না আমাদের সাকিবকে ফেরাতে। সাকিব এক বছর খেলার বাইরে থাকল এটা আমাদের বোধগম্য নয়, এর আগেও দেখেছি সভাপতি যারা ছিলেন দক্ষতার সঙ্গে চালিয়েছেন। আশা করি, এটার শাস্তির কমানোর ব্যাপারে আরেকটু পদক্ষেপ নেয়া হবে।’

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি২০ বাজেভাবে হারে বাংলাদেশ দল। এরপরই আসল এমন আলোচনা।

আপনি আরও পড়তে পারেন