হবিগঞ্জে বিয়ে বাড়িতে পুলিশ, জরিমানা

হবিগঞ্জের বাহুবল উপজেলার জগতপুর গ্রামে শাবানা আক্তারের কন্যাকে বাল্যবিয়ে অপরাধে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন- সহকারী কমিশনার (ভূমি) খীষ্টপার হিমেল রিছিল।

শাবানা আক্তার উপজেলার সাতকাপন ইউনিয়নের জগৎপুর গ্রামের মো. নুরুল আমীনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের জগৎপুর গ্রামের প্রবাসী মো. নুরুল আমিনের কন্যা নবম শ্রেণির ছাত্রী শামিমা আক্তারকে (১৪) পাশের গ্রামের জনৈক ছেলের সাথে বৃহস্পতিবার বিবাহের দিন ধার্য্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খীষ্টপার হিমেল রিছিল একদল পুলিশ সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়।

এ সময় বিভিন্ন তথ্যাদি যাচাই-বাছাই করে অভিযুক্ত কনের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন।

আপনি আরও পড়তে পারেন