মেলবোর্ন পাচ্ছে নতুন রানী

সোফিয়া কেনিন তো এবারই কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন। অন্যদিকে লম্বা একটা সময় লাইমলাইটের বাইরে থাকা গারবিনে মুগুরুজাও প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল টিকিট কাটলেন। তাতে নতুন রানী পাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) মেলবোর্নে নারী এককের শিরোপার জন্য লড়বেন এই মুগুরুজা আর কেনিন।

এর আগে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশ বার্টিকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ১৪তম বাছাই মার্কিন তারকা সোফিয়া কেনিন। এই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

অপরদিকে চতুর্থ বাছাই রোমানীয় তারকা সিমোনা হালেপকে ৭-৬ (১০/৮), ৭-৫ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন মুগুরুজা।

অঘটনের জন্ম দিয়ে ফাইনাল নিশ্চিত করা মস্কোয় জন্মগ্রহণকারী ২১ বছর বয়সী কেনিন ম্যাচ শেষে বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছিনা। একেবারেই নির্বাক হয়ে গেছি। পাঁচ বছর বয়স থেকেই আমি এই স্বপ্নটির অপেক্ষাতেই ছিলাম। এখানে আসার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। তার সঙ্গে সত্যিই কঠিন লড়াই করতে হয়েছে। কারণ তিনি হচ্ছেন এক নম্বর তারকা।’

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন