নির্বাচনের আগের দিন তাবিথকে সাহস জোগালেন ফখরুল

দুদকের দুর্নীতির মামলা নিয়ে দুশ্চিন্তায় আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তবে তাকে অভয় দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩১ জানুয়ারি) ৩টায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে দু’জনে বৈঠক করেন। সেখানে তাবিথের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। তাবিথের বাবা আব্দুল আওয়াল মিন্টুর খোঁজও নেন বিএনপির মহাসচিব। তাবিথও এসময় মির্জা ফখরুলের বিভিন্ন খোঁজ নেন।

এসময় দুদকের মামলা নিয়ে দুশ্চিন্তার কথা জানান তাবিথ। তবে তাকে অভয় দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তোমাকে হ্যারেজ করার জন্য অনেক কিছুই করবে। স্ট্রেস নেওয়ায় কিছু নেই।’

এরআগে, দুপুরে গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ডিএনসিসির ৫৪ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা সবাই প্রস্তুত রয়েছেন। ভোট দেওয়ার জন্য ভোটাররাও উদগ্রিব। এখন সুষ্ঠু ভোটগ্রহণের সব দায়িত্ব নির্বাচন কমিশনের।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ওপর হামলার ঘটনায় ফের নিন্দা জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘তিনি (রিজভী) আমার পক্ষে প্রচারণায় মাঠে মেনেছিলেন। তার ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।’

বিএনপির এ মেয়রপ্রার্থী বলেন, ‘যারা ভোটারদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে, তারাই মূলত ভয় পাচ্ছে।’

এরআগে, সকালে কারওয়ান বাজারের নিজের নির্বাচনি কার্যালয়ে আসেন তাবিথ আউয়াল। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রতিটি ওয়ার্ডের খোঁজ নেন, ভোট কেন্দ্রগুলোতে দলের দায়িত্বরতদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন তিনি। এছাড়াও তিনি নির্বাচন বিষয়ে কিছু দাফতরিক কাজও করেন।

পরে তিনি অনির্ধারিতভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি জানান, নির্বাচনের সব ধরণের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। এখন শনিবার (ভোটের দিন) সকাল থেকে সব দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘সব ধরনের বাধা, ভয়-ভীতি উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে আসুন। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।’

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি নির্বাচনে রাজধানীর গুলশানের মানারাত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন