তলবে হাইকোর্টে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

হাইকোর্টের তলবে হাজির হয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহমদ।

ঢাকায় বায়ু দূষণের কারণ ও দূষণরোধে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জানাতে তিনি হাজির হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

গত ১৩ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সাইদ আহমেদ রাজা।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, নির্মল বায়ু ও পরিবেশ রক্ষায় বিশ্ব ব্যাংক একটি প্রকল্পে ৩০০ কোটি টাকা দেয়। সেই অর্থ পরিবেশ অধিদপ্তর কীভাবে ব্যয় করেছে, পরিবেশ উন্নয়নে কী ধরনের ভূমিকা রেখেছে, এতে জনগণ কী ধরনের সুফল পাচ্ছে তার ব্যাখ্যা দিতে তলব করেন আদালত।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন