দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিনিধি ঃ

ঢাকার দোহার উপজেলার প্রধান প্রকৌশলী কবির উদ্দিন শাহকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামকে গতকাল ডিবি পুলিশ গ্রেপ্তারের পর পরই তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সাজ্জাদ হোসেন জানান, প্রকৌশলী কবির উদ্দিনশাহকে মারধরের ঘটনার মামলায় রাজধানী থেকে আমিনুলকে গ্রেফতার করে ঢাকা জেলা ডিবি পুলিশ। বুধবার আদালতে আমিনুলকে তিনদিনের রিমান্ডে চেয়ে আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ডই মঞ্জুর করেন। উল্লেখ্য, গত রবিবার (২ফেব্রুয়ারি) বিকেলে দোহার উপজেলার প্রধান প্রকৌশলী কবির উদ্দিন শাহকে অফিস কক্ষে ঢুকে পেটানোর অভিযোগে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন কবির উদ্দন শাহ্। দোহার থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের প্রসঙ্গে আমিনুল ইসলাম ও প্রকৌশলী কবির উদ্দিন শাহ’র অফিস কক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে আমিনুলের সাথে থাকা ৩/৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে এবং অফিস কক্ষের সাড়ে নয় হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।

আপনি আরও পড়তে পারেন