জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের চরমছলন্দ দক্ষিণ কাচারীপাড়া গ্রামে বোরো ধান রোপনের সময় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত রফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের জালাল উদ্দিন মণ্ডল ও আলাল উদ্দিন মণ্ডলের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে দুপুরে রফিকুল তার জমিতে ধান রোপণ করার সময় জালাল, আলাল, নার্গিস, রাশিদা ও হেলেনা খাতুন রফিকুলের ওপর অতর্কিতে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ সময় রফিকুলের স্ত্রী সাহানাজ স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ।

আহতরা হলেন রফিকুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সাহানাজ বেগম (৪৫)। আহতদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন