শিশু হত‌্যায় ৫ জনের ফাঁসি

দিনাজপুরের ঘোড়াঘাটে পরশ সাহা নামে চার বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণীত না হওয়ায় এই মামলায় বাকি ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার কাদিমনগর এলাকার এহিয়ার ছেলে জিল্লুর রহমান ও জুয়েল ইসলাম, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কামাল উদ্দিন, কামাল উদ্দিনের ছেলে মামুন রশিদ ওরফে মামুন ও ওয়াজেদ আলীর ছেলে ফেরদৌস আলী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ নভেম্বর আসামিরা পরশ সাহাকে অপহরণ করে। তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে পরশের চোখ উপরে হত‌্যা করে আসামিরা। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পরশের বাবা কিশোর কুমার সাহা ঘোড়াঘাট থানায় মামলা করেন।

আপনি আরও পড়তে পারেন