চ্যাম্পিয়ন বরণে সেজেছে মিরপুর

বীরের বেশেই ফিরবেন আকবররা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে যুবারা। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

এত বড় অর্জন, বাংলাদেশ তো সাদামাটাভাবে উদযাপন করতে চাইবে না। তাইতো পুরনো সব রীতি ভেঙে এবার বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের জন্য থাকছে ব্যতিক্রমী সব আয়োজন। এরিমধ্যে চ্যাম্পিয়ন বরণে সেজেছে মিরপুর।

অবশ্য বিমানবন্দর থেকেই তাদের বরণ পর্ব শুরু। প্রথমে দেশের মাটিতে পা রাখলেই ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হবে তাদের। ক্রীড়াঙ্গনের কোন অর্জনে এবারই প্রথম এমন কিছুর নজির গড়তে যাচ্ছে বিসিবি।

এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক, সেখান থেকে সোজা বিসিবিতে। বিসিবিতে গতকাল (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় প্রস্তুতি। যুব দলের ছবি, ব্যানার, ফেস্টুনে ইতোমধ্যে ছেয়ে গেছে বিসিবি ভবনের দেয়াল। টানানো হয়েছে রঙ বেরঙের লাইটও।

বিসিবিতে ফিরে বিসিবির অন্যান্য আয়োজনের পর সংবাদ সম্মেলন শেষে ঘরে ফিরবে টাইগাররা। ঢাকার বাইরের ক্রিকেটাররা রাত কাটাবেন বিসিবিতেই। যদিও ঢাকার ভেতরে থাকা ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হবে রাতেই।

আপনি আরও পড়তে পারেন