আইসিসির সেরা একাদশে বাংলাদেশের তিন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে দলটির অধিনায়ক করা হয়েছে বাংলাদেশের দলপতি আকবর আলিকে।

একাদশে দুই ফাইনালিষ্ট ভারত-বাংলাদেশের সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় রয়েছে। আকবর ছাড়াও বাংলাদেশের অন্য দুই খেলোয়াড় হলেন-মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন। ভারতের যশস্বী জয়সয়াল, রবি বিশনোই, কার্তিক তিয়াগি একাদশে জায়গা করে নিয়েছেন।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দু’জন করে এবং শ্রীলংকার একজন খেলোয়াড় রয়েছে অনূর্ধ্ব-১৯র বিশ্বসেরা একাদশে। কানাডা থেকে সুযোগ মিলেছে দ্বাদশ খেলোয়াড়ের।

আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা একাদশ

যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রবীন্দ্রু রাসান্তা (শ্রীলংকা), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদাত হোসেন (বাংলাদেশ), নাঈম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলি (উইকেটরক্ষক-অধিনায়ক), শফিকুল্লাহ ঘাফারি (আফগানিস্তান), রবি বিশনোই (ভারত), কার্তিক তিয়াগি (ভারত), জাদিন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ) ও অখিল কুমার (দ্বাদশ খেলোয়াড়-কানাডা)

আপনি আরও পড়তে পারেন