আজহারী সম্পর্কে মুখ খুললেন হাফিজুর রহমান

সমালোচনা যেন পিছু ছাড়ছে না বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর। সম্প্রতি দেশের সব ওয়াজ-মাহফিল বাতিল করে পিএইচডি গবেষণার কাজে মালয়েশিয়া গেছেন মিজানুর রহমান আজহারী। তার বাংলাদেশ ছেড়ে যাওয়ার পেছনে আরেক আলোচিত ইসলামিক বক্তা হাফিজুর রহমানের ইন্ধন রয়েছে, এমন বাকবিতন্ডা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উভয়ের ভক্তকুলের এমন হাজারো প্রশ্নের অবসান ঘটায় হাফিজুর রহমান নিজেই। রোববার (১৬ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, মিজানুর রহমান আজহারী বিদেশে পাড়ি জমানোর পেছনে আমার হাত! প্রশ্নেই আসে না। আমি তাকে ব্যক্তিগতভাবে দিল থেকে অনেক মহব্বত করি।

হাফিজুর রহমান বলেন, আজহারীর বিরুদ্ধে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কিছুই বলিনি, এবং তার বিরুদ্ধে কেউ কিছু বললেও আমি সমর্থন করি না। আমি আমার গতিতে চলছি। আমার লক্ষ্য মানুষকে দ্বীনের পথে সামিল করানো।

তিনি আরও বলেন, সাম্প্রতি আমি প্রতিটি আলোচনায় সকল মুসল্লিদের বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলে থাকি ওলামায়ে কেরাম যে লাইনের হোক না কেন, তাদের বিরুদ্ধে কিছু বলবেন না এবং লিখবেনও না। যদি তাদের বিশেষ কোনো সমস্যা থাকে তাহেলে ওলামায়ে কেরামরা বসে সমাধান করে নিবেন।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন