হিন্দি গানে ছাত্রীদের সঙ্গে নেচে ভাইরাল কলেজ অধ্যক্ষ

ছাত্রীদের সঙ্গে হিন্দি গানের তালে নেচে ভাইরাল হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন। টুপি পরে নিজের ছাত্রীদের সঙ্গে নাচের ভিডিও ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ভাষার মাসে অধ্যক্ষের এমন কাণ্ডে চুয়াডাঙ্গাজুড়ে চলছে নানা সমালোচনা।

জানা গেছে, গত শনিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত বসন্তবরণ অনুষ্ঠানে হিন্দি গানের তালে নাচের সময় ভিডিওটি করা হয়।

১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, পাঞ্জাবি আর টুপি পরে অধ্যক্ষ ছাত্রীদের সঙ্গে নাচছেন।

এই ভিডিও’র সমালোচনা করে অনেকেই বলছেন, ভাষার মাসে হিন্দি গানের সঙ্গে নাচা অধ্যক্ষের উচিত হয়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, বসন্তবরণ অনুষ্ঠান চলাকালে ছাত্রীরা জোর করে আমাকে মঞ্চে টেনে তুলেছে। এসময় আমি একটু নাচ করে নেমে পড়ি। সেই সময় হিন্দি গান বাজছিল, সেটা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে।

কলেজটির সভাপতি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, বসন্তবরণ উৎসবে তিনি আলোচনা পর্বে অংশ নিয়েছিলেন। নাচের ঘটনাটি ঘটেছে সাংস্কৃতিক পরিবেশনা পর্বে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার বলেন, এ বিষয়ে সঠিক ঘটনা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন