একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

মোঃসুজন মোংলা প্রতিনিধি।    

অমর একুশে বইমেলার প্রথমদিনে মোংলা সাহিত্য পরিষদের প্রকাশনায় ৪ টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাত ৯ টায় মোংলার কেন্দ্রীয় শহিদ মিনারে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান, পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক শেখ হেমায়েত হোসেন, পৌরসভার সচিব অমল রায়, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার, সময় টেলিভিশন ও সময়ের খবর পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাহমুদ হাসান, সাপ্তাহিক মেছেরশাহ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল, কবি ও ছড়াকার শেখ মোঃ সাইফুল্লাহ, একাত্তর টিভির স্থানীয় প্রতিনিধি মাসুদুর রহমান টুটুল,মোংলা সাহিত্য পরিষদের আহবায়ক মনির হোসেন, যুব ফোরাম সভাপতি পারভেজ খানসহ পরিষদের সকল সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ। মোড়ক উন্মোচন করা বইগুলো হল- মোংলার ৩৪ জন লেখকের ৫৬ টি কবিতা নিয়ে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ “একুশের বর্ণমালা”,  আজিজ মোড়লের লেখা ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক বই দক্ষিণ বঙ্গে পীর মেছেরশাহ (রহঃ), কবি জাহিদুর রহমানের ভালবাসার সাত রং, কবি আসমা আক্তার কাজলের ‘নীল অভিমানে’।

আপনি আরও পড়তে পারেন