আত্রাইয়ের বইমেলা তরুণ লেখক ফারুখ সরকার এর বই প্রকাশ

আত্রাইয়ের বইমেলায়

 

 

 

তরুণ লেখক ফারুখ সরকার এর বই প্রকাশ

স্টাপ রিপোর্টার, নওগাঁঃ
এবারের একুশে বইমেলায় আত্রাইয়ের তরুন লেখক ফারুক সরকার এর বই প্রকাশ হয়েছে। হাওলাদার প্রকাশনী থেকে তাঁর লেখা “২৫ বছর পর” গল্প বই প্রকাশিত হয়েছে। কাব্যের জীবনে ২৫বছর আগে ঘটে যাওয়া তেমন একটি গল্প, যা সে প্রায় ভুলেই গিয়েছিল, সেটিই হঠাৎ সামনে চলে আসে। সে অপ্রস্তুত হয়ে পড়ে। সে সব গল্প কখনো-কখনো উসকে উঠে মনের ভেতর হাহাকারের ঝড় তোলে। বাড়িয়ে দেয় আক্ষেপ, বিষণ্নতা। সে রকম ঘটনা নিয়ে গল্প “২৫ বছর পর”। নতুন বই সম্পর্কে ফারুক সরকার বলেন, ‘এটি তার ২য় বই, গল্পগুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। গল্পের ঘটনা গুলো হৃদয়স্পর্শী। বইটি পড়ার আমন্ত্রণ জানাই পাঠকদের। বলেন আমার এক একটি নতুন বই আমাকে নিজের কাছেই নতুন করে নিজেকে চিনতে সহায়ক। আর বই মেলায় ৫৯৪/৫৯৫ স্টলে বইটি পাওয়া যাবে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতোকোত্তর শেষে আত্রাই উপজেলার কুমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। স্কুল জীবন থেকে লেখালেখির জন্য বন্ধু বান্ধবদের কাছে বেশ সমাদৃত ছিলেন তিনি। এটি তাঁর ২য় গল্পের বই।

বিকাশ চন্দ্র প্রাং
নওগাঁ।

https://www.youtube.com/watch?v=SWeh3wG0KPw

আপনি আরও পড়তে পারেন