প্রধানমন্ত্রী স্কুল শিক্ষার্থীদের কম্পিউটার কোডিং প্রোগ্রাম শেখানোর ব্যবস্থা করছেন || সালমান এফ রহমান

 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান বলেছেন, সারাবিশে^ চতুর শিল্প বিপ্লব চলছে। বাংলাদেশও এর মোকাবিলায় পরিকল্পনা করছে। পিছিয়ে না পড়তে কম্পিউটার প্রোগ্রামিংসহ চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার কোডিং প্রোগ্রাম শেখানোর ব্যবস্থা চালু করেছেন। এটা নিয়ে শিক্ষা মন্ত্রনালয় জাতীয় পর্যায়ে কাজ করছেন।
শনিবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জের আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিস এতে সভাপতিত্ব করেন।
সালমান ফজলুর রহমান আরও বলেন, দোহার নবাবগঞ্জের ভালো স্কুল গুলোতে আমার ব্যক্তিগত উদ্যোগে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্পিউটার কোডিং প্রোগ্রাম শেখানোর ব্যবস্থা করবো। যাতে শিক্ষার্থীরা নিজেকে স্বাবলস্বি করে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশিষ্ঠ সমাজকর্মী ও ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহা।
প্রাক্তন ছাত্র তপন মোল্লা ও কামরুজ্জামান সবুজের স ালনায় মে আরও উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি মো. জহিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক অসীম সরকার, অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাফিল উদ্দীন মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র নম দাস প্রমূখ।
সাংসদ সালমান ফজলুর রহমান শনিবার বেলা ১১টায় নবাবগঞ্জের আলালপুরের বাসিন্দা, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাস উদ্দীন মোল্লার বাবা ইকরাম উদ্দীন মোল্লার দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। দুপুরে দোহারে মেঘুলা কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ও বিকালে নবাবগঞ্জের কৈলাইলের ভাঙাভিটায় ইছামতি নদীর উপর সেতু নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

আপনি আরও পড়তে পারেন