টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ তার মধ্যে ৪৪টিতে জয়ে পেয়েছে টাইগাররা। হেরেছে ২৮টিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮টি ম্যাচ খেলেছে শ্রীলংকার বিপক্ষে। লংকানদের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ৭টিতে হেরেছে ৩৯টিতে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

চামু চিভাভা, টিনেশে কামুনহুকামাওয়ে, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্দা মুতোম্বোজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েসলি মাদহেভেরে, ক্রিস এমপোফু ও কার্ল মাম্বা।

আপনি আরও পড়তে পারেন