আদিবাসী নারীর সাজে নাচলেন মমতা (ভিডিও)

আদিবাসীদের প্রথাগত নাচের তালে পা মেলালেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মালদহের গাজোলে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মমতার ভিন্নধর্মী এই প্রতিভার খবর জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

বৃহস্পতিবার (৫ মার্চ) তফসিলি জাতি ও জনজাতিদের জন্য পেনশন, বার্ধক্যভাতা, কৃষকদের বার্ধক্য পেনশনের মতো নানা কল্যাণমূলক প্রকল্পের সূচনার অনুষ্ঠান ছিল গাজোলে। ওই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এসেছিলেন। তাদের প্রথাগত ধামসা মাদলের সঙ্গে নাচের আয়োজন করা হয়। সেই নাচেই যোগ দেন মমতা।

শুধু যোগ দেওয়াই নয়, তাকে দেখা গেলো ধামসা-মাদলের তালে আদিবাসী নারীদের সঙ্গে হাত ধরাধরি করে নাচতে। নিজের শাড়ির ওপরে জড়িয়ে নিয়েছিলেন আদিবাসী নারীদের পোশাকও!

কিছুক্ষণ নাচের পর অবশ্য থেমেছিলেন। পরে অনুরোধ আসে, না থামার। সেই আর্জিও ফেরাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আপনি আরও পড়তে পারেন