চলে গেলেন সাবেক জাতিসংঘ মহাসচিব হাভিয়ের পেরেজ

এল সালভাদোরের গৃহযুদ্ধ ও ইরাক-ইরান যুদ্ধের সময়কার জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) নিজ মাতৃভূমি পেরুতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর রয়টার্সের

হাভিয়েরের ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার জানান, একটি কঠিন সপ্তাহ পার করার পর আমার বাবা মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৮টা ৯ মিনিটে তিনি পরলোকগমন করেছেন। শুক্রবার সাবেক এই জাতিসংঘ মহাসচিবের শেষকৃত্যের আগে তার মরদেহ রাখা হবে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলে জানিয়েছেন তার ছেলে।

জাতিসংঘের পঞ্চম মহাসচিব হাভিয়ার পেরেজের জন্ম ১৯২০ সালের ১৯ জানুয়ারি পেরুর রাজধানী লিমায়। গত ১৯ জানুয়ারি তিনি ১০০ বছরে পা দেন।

হাভিয়ার পেরেজ ইরাক ও ইরানের মধ্যে আট বছর ধরে চলা যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন। ওই সময় এই দুই দেশের যুদ্ধবিরতির জন্য কাজ করেন। ১৯৮১ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি ।

আপনি আরও পড়তে পারেন