ওয়ানডের নতুন রাজা লিটন

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন তামিম ইকবাল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেকেই ছাড়িয়ে যান তিনি। ১৫৮ রানের সেই রেকর্ডটি টিকলো না তিন দিনও। সিরিজের প্রথম ম্যাচে নিজের ক্যারিয়ার সেরা ২২৬ রানের ইনিংস খেলা লিটন এদিন শুধু নিজেকেই ছাড়িয়ে গেলেন না ছাড়িয়ে গেলেন সব রথি মহারথিকে। তার ১৭৬ রানের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দন্ত শুরু করেন দুই ওপেনার। ৩৩তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে তামিম-লিটন মিলে করেন ১৮২ রান। লিটন সেঞ্চুরি পূর্ণ করেই মাঠ ছাড়েন। বৃষ্টির পর ফিরে দ্রুতই সেঞ্চুরি তুলে নেন তামিমও। এরপর শুরু হয় একের পর এক রেকর্ড গড়া। নিজের ইনিংসটাকে অনন্য উচ্চতায় নিয়ে যান লিটন। আর তার সঙ্গে মিলে তামিম জুটিটাকে বানান রেকর্ড জুটি। মুম্বার বলে সীমানায় সিকান্দার রাজার হাতে ক্যাচ দেয়ার আগে ১৭৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে যান তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১.২ ওভারে ১ উইকেটে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। তামিম ১২২ রানে তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদা ২ রানে ব্যাট করছেন। খেলা

আপনি আরও পড়তে পারেন